শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

প্রিন্ট করুন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েও শেষপর্যন্ত লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে তা সময়ই বলে দেবে। তবে দল ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ হয়ে গেল ক্লাসের লাস্ট বয়! এবারের আসরে অংশ নিতে যাওয়া ১০ দলের মধ্যে আটটি বেশ আগেই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। বাকি ছিল শুধু বাংলাদেশ ও শ্রীলংকা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নবম দল হিসাবে শ্রীলংকা তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় সবার শেষে দল ঘোষণা করবে বাংলাদেশ। তামিম ইকবালকে নিয়ে রুদ্ধশ্বাস নাটকের পর শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই কাল রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়।

ফিটনেস ইস্যুতে তামিমের বাদ পড়া ছাড়া বিশ্বকাপ দলে বড় কোনো চমক নেই। দল ঘোষণায় ‘লাস্ট’ হলেও অভিজ্ঞতায় যথেষ্ট ঋদ্ধ বাংলাদেশ দল। পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া অধিনায়ক সাবিক আল হাসান ও মুশফিকুর রহিমের সঙ্গে দলে আছেন বাংলাদেশের বিখ্যাত পঞ্চপাণ্ডবের আরেকজন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ বিশ্বকাপ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন