শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই: যুক্তরাষ্ট্রকে ভারত

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

প্রিন্ট করুন
৩০০ ভোটে হেরে যাওয়া প্রার্থীর ৫২৭ সিল মারা ব্যালট উদ্ধার 1
৩০০ ভোটে হেরে যাওয়া প্রার্থীর ৫২৭ সিল মারা ব্যালট উদ্ধার 1

সিএন প্রতিবেদন: বাংলাদেশের জনগণই তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত।

শুক্রবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার কাছে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না সাংবাদিকেরা সরাসরি জানতে চেয়েছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোয়াত্রা বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কারভাবে জানিয়েছি। তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য আমরা করি না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি—যখন বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে নির্বাচনের কথা আসে, তখন এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের জনগণই তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সম্মান জানাই এবং সেই দেশের জনগণ নিজেদের জন্য যে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং একটি প্রগতিশীল জাতির স্বপ্ন দেখতে চায় সেটিকে সমর্থন করে যাব।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন