ঢাকা: বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।
সাক্ষাৎকালে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সহায়তা এবং বিনিয়োগে আগ্রহী।’
বৈঠকে উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশ সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের বিশাল অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।’
এ সময় দুই দেশ পারস্পরিক দ্বিপক্ষীয় ইস্যুতে একঙ্গে কাজ করতে সম্মত হয়।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, ইউএসএইডের পরিচালক জোসেফ লেসার্ড, যুক্তরাষ্ট্রের দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাসে সারাহ্ গিলেস্কি উপস্থিত ছিলেন।
সিএন/আলী
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন