সিএন প্রতিবেদক: বাংলাদেশে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর ঢাকার দূতাবাসগুলো। একই সাথে শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দূতাবাসগুলো।
রোববার (১২ ফেব্রুয়ারি) দূতাবাসগুলো পৃথক পৃথক টুইটে নিজ নিজ দেশের পক্ষে এ উদ্বেগ প্রকাশ করে।
এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন জেলায় ইউনিয়ন পর্যায়ে দুই প্রধান দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় উভয় দলের শতাধিক নেতা-কর্মী আহত হন।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন