বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির খাদ্য সামগ্রী বিতরণ

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে (বিএএসজ) ‘ফুড ব্যাংক’ আয়োজন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফেয়ারমাউন্ড এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম চলে।

‘ফুড ব্যাংক’ কার্যক্রমের আওতায় মাংস, তাজা শাকসব্জি, ফল ও টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই কার্যক্রমে অংশ নেন।

কার্যক্রমে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’।

কমিউনিটির ব্যক্তিত্ব মো. আইয়ুব, বেলাল হোসেন, বেলাল উদ্দিন, মো. নাসিরের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন