নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের জন্য ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। পাশাপাশি রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনকে বিরতিহীনভাবে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ায় কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
রোববার (১১ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ফোন করেন ভলোদিমির জেলেনস্কি।
এ সময় জেলেনস্কি বলেন, মার্কিন এ সহায়তা শুধু ইউক্রেনকে রুশ হামরার মুখে কেবল টিকে থাকতেই সহায়তা করছে না, আমাদের অর্থনীতিকেও চাঙ্গা রাখছে।
কূটনৈতিক পথে যুদ্ধ থামানোর জন্য রোববার বিশ্বনেতাদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি।
এ সময় বাইডেন ও ম্যাক্রোঁ জেলেনস্কিকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন এবং এরদোগান ইউক্রেনের শস্য রপ্তানি নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন