মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাইডেনকে দাতব্য সংস্থার প্রধান, ‘আপনি মানব সভ্যতার মুখে চুনকালি মেখে দিয়েছেন’

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

প্রিন্ট করুন

গাজা, ফিলিস্তিন: গাজা ইস্যুতে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি খোলা চিঠি লিখেছেন ইন্দোনেশীয় দাতব্য সংস্থা মেডিকেল ইমার্জেন্সি রেসক্যু কমিটির (এমইআর-সি) প্রধান সারবিনি আবদুল মুরাদ। চিঠিতে বাইডেনকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে, গাজায় চলমান হত্যাযজ্ঞে আপনার দেশ যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়েছে। এর মাধ্যমে আপনি মানব সভ্যতার মুখে কলঙ্ক লেপন করেছেন।’

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে চলেছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১৩ হাজার ৩০০ নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের অর্ধেকেরই বেশি নারী ও শিশু। ইসরাইলের এই ফিলিস্তিনি নিধনযজ্ঞে শুরু থেকেই আর্থিক ও সামরিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২০ নভেম্বর) জো বাইডেনের কাছে খোলা চিঠি লেখেন সারবিনি আবদুল মুরাদ। চিঠিতে তিনি বলেন, ‘আপনি যুদ্ধের আন্তর্জাতিক আইন-কানুন ধ্বংস করেছেন। জাতিসংঘের কতৃর্ত্বকে অপমান করেছেন। ন্যায়বিচার ভূলুণ্ঠিত করেছেন ও মানবিক মূল্যবোধের আঘাত করেছেন। মানব সভ্যতার মুখে চুনকালি মেখে দিয়েছেন।’

চিঠিতে গাজায় দ্রুত হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আবদুল মুরাদ বলেন, ‘আমরা ইন্দোনেশিয়া ও পৃথিবীর জনগণ জায়নবাদী ইসরাইলের দখলদারি থেকে ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখব।’

দাতব্য সংস্থা এমইআর-সির অর্থায়নে ইন্দোনেশিয়ান হসপিটাল নামে গাজার একটি হাসপাতাল পরিচালিত হয়। সম্প্রতি আরো কয়েকটি হাসপাতালের পাশাপাশি এই ইন্দোনেশিয়ান হসপিটালেও বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

সিএন/এমএ

ReplyForward

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন