ঢাকা: দেশে ভালভাবেই গণতন্ত্রের চর্চা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি যাদের দোহাই দেয়, সেই যুক্তরাষ্ট্রেই মানবতা প্রতিনিয়ত ভূলুণ্ঠিত হচ্ছে।’
সোমবার (২৯ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচরের রসুলপুর ব্রিজে তীব্র তাপপ্রবাহের কারণে পথচারীদের মাঝে খাওয়ার স্যালাইন, পানি ও ছাতা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম আরো বলেন, ‘ফিলিস্তিনে ইসরাইলের হামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমেছে, তখন তাদের ওপর নির্যাতন চালিয়ে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করছে।’
তিনি বলেন, ‘বিএনপি বার বারই মানবতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দোহাই দেয়, অথচ আজ সেখানে মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে।’
সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যুক্তরাষ্ট্রের ধরনা ধরে গণতন্ত্রের কথা বলে। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনে হাসি পায়।’
তিনি বলেন, ‘আমাদের দেশে গণতান্ত্রিক কার্যক্রমে বাধা দেয়া হয় না, বাধা দেয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে।’
তীব্র তাপদাহের কারণে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ দিন তিনি পথচারীদের মাঝে খাওয়ার স্যালাইন, পানি ও ছাতা বিতরণ করেন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন