শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বিএনপির নেতা-কর্মীরা ক্লান্ত, তবে হতাশ না: গয়েশ্বর

শনিবার, মে ১৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাঁর দলের নেতা-কর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়।

শনিবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কেউ বলেন বিষণ্ন, কেউ বলেন হতাশা। আমি বলতে পারি ক্লান্ত। কর্মীরা ক্লান্ত, তাঁরা হতাশ নয়। আজকে দেশের স্বার্থে আমাদের লড়াই করতে হবে।’

এ সময় সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে নিজ দলের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেন গয়েশ্বর। দলের মধ্যে কিছু চর আছে, যাদের ভূমিকায় আন্দোলন গতি হারাচ্ছে এমন অভিযোগ করে গয়েশ্বর বলেন, ‘সব দলের মধ্যেই বিভিন্ন চর থাকে। আমাদেরও সব যে একেবারে পরিষ্কার, পরিচ্ছন্ন, ইমানদার, আমি বিশ্বাস করি না। কারও নাম বলতেও চাই না। আমি তাঁদের চিনি। যারা নাকি দলের নির্দেশনায় থাকে, যারা নাকি নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, যারা আন্দোলন পরিচালনা করে, তাঁদের মধ্যে যদি এ রকম ভেজাল মাল থাকে, তাহলে আমাদের দুঃখ আছে কিনা জানি না। তবে পথটা আরও লম্বা হবে।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন