মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিরোনাম

বিএনপি একমাত্র কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বচনে যাবে

বুধবার, এপ্রিল ১৯, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল ও মত বিনিময় সভা সোমবার (১৭ এপ্রিল) নিউইয়র্কে ব্রুকলীনের রাঁধুনী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও মোজাম্মেল হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক। অতিথি ছিলেন বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রহমান সায়েম।

বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন, বিএনপি নেতা আহছান উল্লাহ বাচ্ছু, সালেহ আহম্মেদ মানিক, নাজমুল হোসেন, মোরছালিন হোসেন।

সভায় জয়নাল আবদিন ফারুক বাংলাদেশের দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থার বিবরণ তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার কেয়ারটেকার সরকার পুনর্বহালে বাধ্য হবে। বিএনপি একমাত্র কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বচনে যাবে।’

তিনি আরো বলেন, ‘জেল-জুলুম, হামলা-মামলা-নির্যাতন করে কোন স্বৈরাচারই অতীতে টিকতে পারেনি। এ সরকারও পারবে না।’

বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তি, জেল-জুলুম নির্যাতন বন্ধের আহ্বান জানান ফারুক বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রেও অব্যাহত রাখতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন