সিএন প্রতিবেদন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একা নই এই আন্দোলনে। আমাদের সঙ্গে সারা গণতান্ত্রিক বিশ্ব রয়েছে। আমরা সবাই একযোগে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়ি।’
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। তাই রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ বাঁচাতে হলে গুলি, আক্রমণ সবকিছুকে মোকাবিলা করে আমাদের সামনে আসতে হবে। ডাক এসেছে দেশের কাছ থেকে, ডাক এসেছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়ার কাছ থেকে, ডাক এসেছে আমাদের আন্দোলনের নেতা তারেক রহমানের কাছ থেকে। আর কালবিলম্ব নয়। এখনই সময়। আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন