সিএন প্রতিবেদন: কোন ঈদের পর বিএনপি আন্দোলন করবে, তা জানতে চেয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে জানতে চান।
তথ্যমন্ত্রী বলেন, ঈদের পরে, শীতের পরে, গ্রীষ্মের পরে, স্কুল ছুটির পরে, কুরবানির পরে, বর্ষার পরে- এসব কথা চৌদ্দ বছর ধরে শুনে আসছি। মির্জা ফখরুল সাহেবের এ সব কথা মানুষ হাস্যকর বক্তব্য হিসেবে চিহ্নিত করেছে। আর তিনি ঈদের পরে বলেছেন, কিন্তু কোন ঈদের পরে সেটি বলেননি। আমার প্রশ্ন- কোন ঈদের পরের কথা তারা বলছেন?
এর আগে সরকারি কাজে ইউরোপ সফর শেষে ফিরে আসেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। এ সময় সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান ও নিরাপদ যাত্রা কামনা করেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন