চট্টগ্রাম: বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে সম্প্রতি দুইটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এগুলো হল হল ‘বিদ্যুৎ অপচয় রোধ’ ও ‘পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ’। বিদ্যুৎ অপচয় রোধ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ তথ্যচিত্রগুলো নির্মাণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটির আকবর শাহ থানা এলাকায় তথ্যচিত্রগুলোর দৃশ্যধারণ করা হয়।
তথ্যচিত্রগুলো প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রাযোজক জামাল উদ্দিন জয়।
তথ্যচিত্রগুলোতে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, গোলাম মাওলা জসিম, ইফরাদ আবেদ, আওয়াল খাঁন শাহিন, নাহিদ আক্তার বৃষ্টি, নাহি, তুষার প্রমুখ।
সোমবার (৪ নভেম্বর) থেকে তথ্যচিত্র দুইটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে দিনে একাধিক বার সম্প্রচার করা হচ্ছে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন