রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

শিরোনাম

বিয়ে পাকাপাকি হওয়ার পর ভাঙল তামান্না-বিজয়ের সম্পর্ক

বুধবার, মার্চ ৫, ২০২৫

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: ‘অ্যান্থলজি’ ছবিতে কাজ করার সময় মন দেয়া নেয়া হয় জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়া ও বিজয় বার্মার। বছর দুয়েক সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তামান্না জানিয়েছিলেন খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু নিয়তির বাঁকবদলে ভেসে বেড়াচ্ছে তাদের বিচ্ছেদের খবর। সংবাদ পিঙ্কভিলার।

একটু একটু করে প্রস্তুতি নিচ্ছিলেন বিয়ের। মুম্বাইয়ে নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা। সপ্তাহখানেক হলো সম্পর্কে ছন্দপতন হয়েছে তাদের।

তামান্না ও বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন।

আপাতত দুইজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না ও বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

কাজের ক্ষেত্রে তামান্নার সময় দারুণ কাটছিল। যে গানেই নাচছেন তা-ই ‘হিট’। তবে ব্যক্তিগত জীবনের হঠাৎ এই ছন্দপতনে কাটিয়ে উঠছেন তারা।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন