শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

কবিতা : চলো হারাই-বৃষ্টি বড়ুয়া

বুধবার, জুলাই ৬, ২০২২

প্রিন্ট করুন

আচ্ছা, যদি হারাই কখনো, তাহলে কি আমায় খুঁজবে?
প্রকান্ড এই বিশ্বে শত মানুষের আনাগোনায় আমার শূন্যতা বুঝবে?
আদৌ খুঁজবে কি আমায় কখনো?

দু’চোখের এই যে মায়া থাকবে, কি তোমার তখনো?
হঠাৎ উদাসীনতা কি তোমায় কখনো অস্থির করে তুলবে?
বা আমার অপেক্ষায় চলতি পথের গন্তব্যটুকুও কি কখনো ভুলবে?

তবু তো জানি না অতশত সবকিছু!
হারিয়ে যাওয়ার আগেই না হয়, নিও আমার পিছু!
তোমার সঙ্গেই না হয়, অজানা পথে হারাবো,
চলতি পথের ভীষণ ভীড়ে তোমায় আগলেই পা দু’টো বাড়াবো!

কবি; মঞ্চ ও টিভি অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, চট্টগ্রাম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন