বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা করছে চীনের ভেনাস বিউটি

মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: চীনা প্রতিষ্ঠান ভেনাস বিউটি লিমিটেড ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে একটি হেয়ার ফ্যাশন এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে।

এ লক্ষ্যে বেপজা এবং ভেনাস বিউটির মধ্যে সোমবার (২৫ এপ্রিল) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই হয়েছে। বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু ও ভেনাস বিউটির নির্বাহী পরামর্শক এএমএম শামসুদ্দিন চৌধুরী চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।  

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বছরে ২২৬ দশমিক শুন্য আট মিলিয়ন পিস ফ্যাশন এক্সেসরিজ, প্লাস্টিকের চিরুনি, আয়না,  হেডব্যান্ড, পনিটেলর ও পলিবেন্ড উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে চার হাজার জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, কুমিল্লা ইপিজেডে তুং হিং (বিডি) ম্যানুফেকচারিং লিমিটেড নামে তাদের আরেকটি বৈচিত্র্যময় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য এর আগে আরো সাতটি প্রতিষ্ঠানের সাথে লিজ চুক্তি সই করেছে বেপজা। প্রতিষ্ঠানগুলো ১২০ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে; যেখানে ৩৪ হাজার ৯৫২ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন