নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) উদ্যোগে ব্রেকফ্রাস্ট নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে ব্রঙ্কসের পার্কচেস্টার খলিল বিরিয়ানী হাউসে এ আয়োজনে সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তি ও কমিউনিটির নেতারা অংশ নেন।
আলোচনার সূচনা হয় উপস্থিত সকলে তাদের নিজ নিজ পরিচয় দেয়ার মাধ্যমে। বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার, জাকির চৌধুরী, আহাদ আলী, নুর আলম জিকু, সাংবাদিক শেখ শফিকুর রহমান, সংগঠনের পরিচালক ইসমাইল আহমদ, লিটন আহমদ, জাকির খান, ও সাহেদ ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের সমাজে অনেকেই বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু, অনেকেই অনেকের সঙ্গে পরিচয় নেই। যদি একে অন্যের মধ্যে বোঝাপড়া থাকে, তবে একজন আরেকজনের পরিপূরক হয়ে উঠতে পারেন। বাংলাদেশীদের প্রতিষ্ঠিত সব পেশার মানুষদের একে অন্যের সাথে পরিচয় থাকলে আমরা নিজেরাই বেশী লাভবান হব।’
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন