নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে ১৭টি সংগঠনের উদ্যোগে সম্মিলিতভাবে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে স্টারলিং-বাংলাবাজার-ইউনিয়ন পোর্ট রোডের আল আকসা পার্টি হলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানমালায় ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মানানা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।
ব্রঙ্কস সম্মিলিত বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব কাজী রবিউজ্জামান, প্রধান সমন্বয়কারী এ ইসলাম মামুন, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ ও উপদেষ্টা মো. শামীম মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল চৌধুরী। গীতা পাঠ করেন অসমিতা দাস।
শিল্পী তানভির শাহিন, শারমিন তানিয়া এবং অ্যাঞ্জেলিনা ও তার দলের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াজ, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯’-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার ও কমিউনিটি লিডার আব্দুল রব দলা মিয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন।
স্বাগত বক্তব্য দেন প্রধান সমম্বয়কারী এ ইসলাম মামুন। শুভেচ্ছা বক্তব্য দেন মো. শামীম মিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রঙ্কস ব্যুরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিবসন।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনীতিবিদ আব্দুল শহিদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, এমএ নাসির ও শাহ আলম চৌধুরী, আহাদ আলী, জাকির চৌধুরী, স্টার্লিং ফার্মেসীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদুর রহমান, বিলাল উদ্দিল, জালাল চৌধুরী, ফেডেলিস কেয়ারের আয়শা আরিফ, ডিস্ট্রিক্ট এটর্নি রিপ্রেজনটেটিভ পেনা জেফ।
বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদ ইউএসএ’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শিক্ষাবিদ সানাউল্লাহ, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল গফফার চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন আমেরিকার সভাপতি মাহাবুব আলম, কুমিল্লা সোসাইটির সভাপতি মিয়া মোহামদ দাউদ ও সাবেক সভাপতি খবির উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সহ সভাপতি হাসান আলী, জালালাবাদ অ্যাসোসিয়েনের সহ-সভাপতি লোকমান হোসেন লুকু ও শামিম আহমেদ, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুলাহ, দক্ষিণ সুরমার মছনুর রহমান।
উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, নারীনেত্রী রেক্সোনা মজুমদার, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহম্মেদ কাউছার, মোস্তফা কামাল হোসেন, শহিদুল্লাহ চৌধুরী, উম্মে জামিলা রুমানা, মারজিয়া চৌধুরী।
কবিতা আবৃত্তি করেন আব্দুর সবুর, কবি আবু তাহের, এমএ নাসির। দেশাত্মবোধক গান করেন শিল্পী তানভির শাহিন, শারমিন তানিয়া ও সৈয়দ কামরুজ্জামান ফয়েজ।
অনুষ্ঠান আয়োজনেন সহযোগিতা করে আব্দুল রব ধলা মিয়া, নাহার ফাউন্ডেশন, এইচ ব্রুস ফিশার পিসি, পার্কচেস্টার ফ্যামিলী ফার্মেসী, ফেডেলিস কেয়ার, জালাল চৌধুরী, জালালাবাদ এ্যাসোসিয়েশল অব আমেরিকা, আহাদ আলী, আতাউল চৌধুরী তুষার এমডি, তোফায়েল চৌধুরী, সাইদুর রহমান লিংকন এক্সিট রিয়েলিটি, জাকির চৌধুরী, খলিল বিরিয়ানি হাউজ, শেখ আল মামুন মামুন’স টিউটেরিয়াল, জুয়েল অটো রিপেয়ার্স, সালেহ উদ্দিন সাল পার্কচেস্টার রিয়েলিটি, নিরব রেস্টুরেন্ট, স্টার্লিং ডায়গনিস্টিক।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন