শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ যাচ্ছেন পূর্ব ইউরোপ সফরে

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: চলতি সপ্তাহের শেষ দিকে ইউরোপের কয়েকটি দেশ সফর করবেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তার কার্যালয় সূত্রে  এ তথ্য জানা গেছে।

ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলা ঠেকানোর প্রচেষ্টায় এ ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি ইউক্রেন ও পোল্যান্ড সফরকালে দেশ দুইটির পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পর শনিবার তিনি দক্ষিণাঞ্চলীয় জার্মান সিটি মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন।

এ দিকে, উন্নত দেশের সংগঠন জি ৭ এ দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন বলে বুধবার (১৬ ফেব্রুয়ারি) জানিয়েছে জার্মানীর পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এ সম্মেলনে বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনও সম্মেলনে যোগ দেবেন।

লিজ ট্রাস তার সর্বশেষ এ কূটনৈতিক সফরের লক্ষ্যে কবে লন্ডন ত্যাগ করবেন, সে সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কিছু জানায়নি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন