বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রি হাম্পটনে আইন, ট্যাক্স ও ফাইন্যান্সের ওপর সেমিনার অনুষ্ঠিত

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের ব্রি হাম্পটন শহরে আইন, ট্যাক্স ও ফাইন্যান্সের উপর মানুষের মধ্যে ধারণা দেওয়ার জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিং হাম্পটনের টেষ্ট অব বেঙ্গল ওয়াশিংটন এভিনিউর ইন্ডিকাটের স্বাদ রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

ডাক্তার মোকতার হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল স্পীকার ছিলেন এটর্নী এইচ ব্রুস ফিসার, এটর্নী এট ল মোহাম্মদ এন মজুমদার, সিপিএ জাকির চৌধুরী, রিয়েলটর ইমাম হাসান, মর্টগেজ ব্যাংকার ফাহিম হোসেন।

জাকির চৌধুরী জানান, এই সেমিনারের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে আইন, ট্যাক্স ও ফিন্যান্স বিষয়ে পরিস্কার ধারণা দেওয়া। যারা ব্যবসায় করেন কিভাবে লোন পাবেন, যারা বাড়ী কিনবেন বা ট্যাক্স কিভাবে জমা দিবেন অথবা কোন ধরনের দূর্ঘটনা হলে কিভাবে ক্ষতিপূরণ পেতে পারেন- সার্বিক বিষয়ে জানানো।

সেমিনারে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা নুরে আলম জিকু, জগলুল চৌধুরী, সাইদুর রহমান লিংকন প্রমুখ।

বলে রাখা ভাল, নিউইয়র্ক সিটি থেকে প্রায় চার ঘন্টার দূরত্ব ব্রিং হাম্পটনে বাংলাদেশীদের বসবাস বেড়ে উঠছে। দিন দিন একটি বাংলাদেশী অধ্যুষিত এলাকায় পরিণত হচ্ছে এটি।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন