মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিরোনাম

ব্রীজপোর্টে অনুষ্ঠিত হলো আইন, ট্যাক্স ও ফিন্যান্স বিষয়ক সেমিনার

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান আইন, ট্যাক্স ও ফিন্যান্স বিষয়ক সেমিনারের অংশ হিসেবে কানেকটিকাটের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রীজপোর্টে একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার, ১৬ ডিসেম্বর এই সেমিনার অনুষ্ঠিত হয়।

জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মধ্যে বক্তব্য রাখেন এটর্নী এইচ ব্রুশ ফিশার, মাস্টার অব ল মোহাম্মদ এন মজুমদার, সিপিএ জাকির চৌধুরী, রিয়েলটর ইমাম হাসান এবং মর্গেজ ব্রোকার ফাহিম হোসেন।

সেমিনারে আলোচনার মূল বিষয়বস্তু ছিল—ইমিগ্রেশন ও ট্যাক্স আপডেট, মর্গেজ ও বাড়ি কেনাবেচার সুযোগ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকার, ফ্রি অনুমোদন, লো-কস্ট লোন ও লোন প্রসিডিওর, ইন্সুরেন্স এবং অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা। বিশেষজ্ঞ বক্তারা ব্যক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স সংক্রান্ত খুঁটিনাটি, ছোট-বড় ব্যবসা শুরু এবং পরিচালনার কৌশল নিয়েও আলোচনা করেন।

বিপুল সংখ্যক অতিথি ও অংশগ্রহণকারীর উপস্থিতিতে সেমিনারের শেষ পর্বে ছিল একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন। এতে উপস্থিত অতিথিরা আলোচিত বিষয়গুলো নিয়ে তাদের প্রশ্নের উত্তর পান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
এ ধরনের সেমিনার বাংলাদেশি কমিউনিটির জন্য উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন