শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন বিলাওয়াল ভুট্টো

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। সম্প্রতি কানাডায় শিখ নেতা হরদীপ সিংকে হত্যার জের ধরে তিনি এই মন্তব্য করলেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল।

তিনি বলেন, কানাডার নাগরিককে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইন এবং কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।

আন্তর্জাতিক অঙ্গনে কানাডার মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানিদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্র হিসেবে ভারতের অপকর্মগুলোর দিকে দৃষ্টি আকর্ষণের কথা বলেন বিলাওয়াল।

বিলাওয়াল বলেন, আর কতকাল আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো ভারতের ভুলগুলোকে দেখেও না দেখার ভান করবে?

কানাডার মাটিতে হরদীপকে হত্যার বিষয়ে পররাষ্ট্র পর্যায়ে স্বাধীনভাবে আলোচনা করা উচিত বলেও মনে করেন তিনি।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন