বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

শিরোনাম

ভারতের বিহারে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত; চারজনের মৃত্যু

শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩

প্রিন্ট করুন

বিহার, ভারত: ভারতের বিহার রাজ্যে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক লোক। স্থানীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘দিল্লীর আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি বুধবার (১১ অক্টোবর) গভীর রাতে আসামের কামাখ্যা জংশনে যাওয়ার সময় লাইনচ্যুত হয়।’

ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার তরুণ প্রকাশকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘দুর্ঘটনায় চারজনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে। ট্রেনটির ২১টি বগি লাইনচ্যুত হয়েছে।’

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনেও চারজনের মৃত্যুর হওয়ার খবর জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমে আহতদের হাসপাতালে নেয়ার খবর জানানো হলেও আহতের সঠিক সংখ্যা সম্পর্কে কিছু বলা হয়নি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি অপূরণীয় এই ক্ষতির জন্যে গভীর সমবেদনা জানাচ্ছেন।

পৃথিবীর বৃহত্তম রেল নেটওয়ার্কগুলোর মধ্যে একটি হল ভারতে এবং দেশটিতে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটে ১৯৮১ সালে, যখন একটি ট্রেন বিহার রাজ্যে একটি সেতু পার হওয়ার সময় লাইনচ্যুত হয় ও নদীতে পড়ে গেলে এতে ৮০০ জনের মৃত্যু হয়।

এ দিকে, জুন মাসে ওড়িশা রাজ্যে একটি ট্রিপল-ট্রেন সংঘর্ষে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

আগস্টে দক্ষিণ ভারতে এক যাত্রী চা বানানোর চেষ্টা করার সময় পার্ক করা একটি কোচে আগুন লেগে অন্তত নয়জন নিহত হয়।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন