সিএন প্রতিবেদন: ভারতে তীব্র রোদের মধ্যে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। এই ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৫০ জন।
রোববার (১৬ এপ্রিল) মহারাষ্ট্র রাজ্যে এ ঘটনা ঘটে। মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণের জন্য অনুষ্ঠানটি আয়োজন করেছিলো মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা যায়, যে স্থানে অনুষ্ঠানটির আয়োজন করা হয় তার নাভি মুম্বাই, যেখানকার তাপমাত্রা ছিলো প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপমাত্রায় খোলা ময়দানে বসেছিলেন সবাই। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে ১টা পর্যন্ত। এই দীর্ঘ সময় থাকার জন্য অতিথিদের বসার ব্যবস্থা করা হলেও মাথার ওপর ছিলো না কোনো ছাউনি। অনুষ্ঠান চলাকালে তীব্র গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। ওই সময় তীব্র গরমে ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন