করোনা মহামারির পর ভারতে এবার নতুন এক ভাইরাস চোখ রাঙাচ্ছে। ভাইরাসটির কবলে পড়ে গেলো ২ মাসে অন্তত ১১ শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত দুই মাসে কলকাতায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে (১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) ১১ জন শিশুর মৃত্যু হয়েছে।এদের মধ্যে অনেকে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আবার অনেকের দেহে ভাইরাসের লক্ষণ ছিল।
এদিকে চলতি মৌসুমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশুরোগ বিভাগে ভিড় বেড়েছে। অবস্থা এতই ভয়াবহ যে, খালি থাকছে না ভেন্টিলেটরও।
চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত।
ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রধান চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি জানান, অ্যাডিনো ভাইরাস মহামারির আকার নিয়েছে। দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে ভয় বেশি। এক বছরের কম হলে ভয় আরও বেশি।
তিনি পরামর্শ দেন যে, বড়দের কারও জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, চোখ লাল হলে অবশ্যই শিশুদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ, বড়দের থেকেই এই সংক্রমণ শিশুদের মধ্যে ছড়ায়।
চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাডিনো ভাইরাস শিশুদের ফুসফুস ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতি করে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন