রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ভারতে পালানোর সময় রাউজানের প্রাক্তন সাংসদ ফজলে করিম চৌধুরী আটক

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

প্রিন্ট করুন

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম জেলার রাউজানের প্রাক্তন সাংসদ ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

বিজিবির খবর বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাতটায় বিজিবির সরাইল ব্যাটালিয়নের সদস্যরা ফকিরমোড়া আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামের স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পারিয়ে যাওয়ার সময় প্রাক্তন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে।’

আটককৃত অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার প্রাক্তন মেম্বার মো. হান্নান মোল্লা এবং স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন