বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

শিরোনাম

ভারতে ৫ বছরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ৩ হাজার

শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: প্রতিবেশি দেশ ভারতে গত পাঁচ বছরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় তিন হাজার। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে ২০২০ সালে।

বুধবার (০৭ ডিসেম্বর) ভারতের সংসদে এ তথ্য জানান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রমন্ত্রী রাই বলেন, ২০২১ সালে ৩৭৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগের তিন বছর অর্থাৎ ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ৭২৩, ৫১২ ও ৪৩৮টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ভারতে ঘটেছে। মামলা নথিভুক্তকরণের রেকর্ডের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। এর আগে গত মার্চ মাসে রাই জানিয়েছিলেন, ২০১৬ সালে ৮৬৯টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান উদ্ধৃত করে মন্ত্রী বলেন, এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে ২০২০ সালে। এই বছর ৮৫৭টি সহিংসতার ঘটনা ঘটে। ২০১৪ সালের পর থেকে ভারতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ক্রমেই বাড়ছে বলেও জানান মন্ত্রী।

ভারতের সাম্প্রদায়িক সহিংসতা রোধ করতে কেন্দ্র সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে—এই প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রাই বলেন, ২০১৮ সালের জুলাই মাসে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে একটি নির্দেশ জারি করা হয়েছিল। সেই নির্দেশে বলা হয়েছিল, সাম্প্রদায়িক হিংসা বা উত্তেজনা ছড়াতে পারে—এমন খবরের ওপর নজর রাখতে হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে। উত্তেজক গুজব ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম মারফত ছড়ানো হচ্ছে কি না, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে রাই জানান।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন