শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে: মির্জা ফখরুল

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

প্রিন্ট করুন
নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করতে বেপরোয়া সরকার মির্জা ফখরুল

সিএন প্রতিবেদন: ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছে, একথা বলতে কোনো দ্বিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে খুব ভালো কাজও সম্ভব, আবার খুব ভয়ঙ্কর কাজও সম্ভব। বাংলাদেশের যে অর্জন সেটিকে ধ্বংস করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছে। সবাইকে সচেতন হতে হবে। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে।

তিনি বলেন, আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ এখনো আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সবসময় একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোতে আমরা সচেতন না হলে জাতি হিসেবে অনেক বড় বিপদ ফেইস করবো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন