শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ভাষা আন্দোলনসহ জাতিকে সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিজিএমইএ।

ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালক রাজীব চৌধুরী, সদস্য আহাদ আনসারি, নুরুল ইসলাম, এসএস স্বপন, আবুল বাশার, সালাম চৌধুরী, মনির হোসেন, আবির হাসান প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে এসএম মান্নান কচি বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা শহীদদের। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ভাষা আন্দোলনসহ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের দৃষ্টান্তস্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন