বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ভাষা সৈনিক আজিজুল জলিল আর নেই

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: বায়ান্নর ভাষা সৈনিক ও একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রে জনমত গড়ে তোলা এম আজিজুল জলিল মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ নভেম্বর) এ ভাষা সৈনিকের মৃত্যু হয়; মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মেরিল্যান্ড পটোম্যাকের ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে বৃহস্পতিবার (২১ নভেম্বর) জানাজার পর তাকে দাফন করা হয়েছে জর্জ ওয়াশিংটন গোরস্থানে।

ভারতের জলপাইগুড়িতে ১৯৩৩ সালে জন্ম নেন জলিল। দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে উচ্চ শিক্ষা নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ইমপেরিয়াল কলেজ লন্ডনে।

১৯৭১ সালের মার্চে বাংলাদেশে হত্যাযজ্ঞ শুরু হলে তিনি পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বহুজাতিক সংস্থায় কর্মরত থেকেও।

ওয়াশিংটন ডিসি এলাকার ‘শনিবারের কফি ক্লাব’ নামে খ্যাত আড্ডায় প্রথমে মেরিল্যান্ডের বেথেসডা শহরের মন্টগোমারি মলে এবং পরবর্তী একই নামের ভার্চুয়াল আড্ডার তিনি নিয়মিত সদস্য ছিলেন।

পরিবারে তিনি স্ত্রী, তিন ছেলে, পুত্রবধু ও নাতি-নাতনিদের রেখে গেছেন, যারা সকলে যুক্তরাষ্ট্র প্রবাসী।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন