রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভূমিকম্পে মৃত্যু ৩৩ হাজার ছাড়াল, ১৫৯ ঘণ্টা পরও ধ্বংসস্তুপে প্রাণের সন্ধান

সোমবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে লাশের মিছিল কেবল বাড়ছেই। এ পর্যন্ত দুই দেশ থেকে উদ্ধার করা হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষের মরদেহ। এখনও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করক হচ্ছে।

তুরস্কের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থানা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্কে ২৯ হাজার ৬০৫ জনের এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। তবে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা এর দ্বিগুণ হবে।

এদিকে সপ্তম দিনের উদ্ধার অভিযানেও ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের সন্ধান মিলছে। উদ্ধারকারীরা বলছেন, যত সময় গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

ভূমিকম্পের ১৫৯ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ বছর বয়সী এক শিশু ও তাঁর বাবাকে জীবিত উদ্ধার করা হয়েছে। দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

রোববার দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫৯ ঘণ্টা পর ৫৫ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ভূমিকম্পের ১৫৮ ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশু ছেলেকে জীবিত উদ্ধার করা হয়।

সপ্তম দিনের অভিযানে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম মুস্তফা সারিগুল। ভূমিকম্প আঘাতের ১৪৯ ঘণ্টা পর তাঁকে জীবিত উদ্ধার করা হয়।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন