মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভেঙেই গেল রাজ-পরীমণির সংসার!

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

প্রিন্ট করুন
Pori Moni 2106181233 1
Pori Moni 2106181233 1

সিএন প্রতিবেদন: চলচ্চিত্র অঙ্গণের পরিচিত মুখ নায়ক শরিফুল ইসলাম রাজ আর নায়িকা পরীমণির সংসার নানা জটিলতার পর অবশেষে ভেঙে গেছে। দুই বছরেরও কম সময়ের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটল।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পরীমণি নিজের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন।

ওই পোস্টে পরীমণি বলেছেন, ‘আমি তাকে অফিশিয়াল ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার একপ্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।’

২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।

তবে বিচ্ছেদের বিষয়ে শরিফুল ইসলাম রাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন