শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ভোমরা বন্দর দিয়ে এল ৭০ টন কাঁচা মরিচ

রবিবার, জুলাই ২, ২০২৩

প্রিন্ট করুন

ভোমরা, সাতক্ষীরা: ঈদুল আযহার টানা পাঁচ দিন ছুটির পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। ছুটি কাটিয়ে কার্যক্রম শুরুর প্রথম দিনেই ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে ঢুকেছে। রোববার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ছয়টি ভারতীয় কাঁচা মরিচ ভর্তি ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢোকে।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান বলেন, ‘মোট ছয়টি কাঁচা মরিচের ট্রাক দেশে ঢুকেচে। এসব ট্রাকে প্রায় ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। প্রতি ট্রাকে ১০-১২ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘সন্ধ্যার আগে আরো কয়েকটি কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে দেশে ঢুকতে পারে। আমদানিকৃত কাঁচা মরিচ জেলার বাইরে পাঠানোর জন্য বাংলাদেশি ট্রাকে লোড করা হচ্ছে। কাঁচা মরিচের আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে।’

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, ‘সকাল থেকে কয়েকটি কাঁচা মরিচের ট্রাক বন্দরে ঢুকেছেঁ। ধীরে ধীরে আরো আসবে। একটু সময় লাগবে।’

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, ‘আমদানি হওয়ায় সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম অন্তত ৪০০ টাকায় নেমে আসবে।’

বেশ কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী দেশের কাঁচা মরিচের দাম। কোন কোন জেলায় মরিচের কেজি ছাড়িয়েছে এক হাজার টাকা। মরিচের ঊর্ধ্বমুখী এ বাজার নিয়ন্ত্রণে সরকার গেল ২৫ জুন থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে। এর মধ্যে দুই দিন আমদানির পর ঈদুল আযহার কারণে বন্ধ ছিল মরিচ আমদানি। তবে, ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে ফের দেশে এল আমদানিকৃত কাঁচা মরিচ।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন