রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মন্টানায় ট্রাম্পের বিমানের জরুরি অবতরণ

শনিবার, আগস্ট ১০, ২০২৪

প্রিন্ট করুন

মন্টানা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোয়িং ৭৫৭ বিমান -যা ট্রাম্প ফোর্স ওয়ান নামে পরিচিত মন্টানায় যাওয়ার সময় জরুরি অবতরণ করেছে। শুক্রবার (৯ আগস্ট) বিমানটি পথ পাল্টে মন্টানার বিলিংস বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যান্ত্রিক সমস্যার কারণে এমনটা করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সংবাদ আরটির।

বিমানটির গন্তব্য ছিল মন্টানার বোজম্যান। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় সেখানে ট্রাম্পের একটি প্রচার সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু, বোজম্যানে না গিয়ে মন্টানার আরেক শহর বিলিংসে জরুরি অবতরণ করে বিমানটি। মন্টানার দুইটি শহরের দূরত্ব প্রায় ১৪০ মাইল।

এ ব্যাপারে বিমান কর্মকর্তারা জানান, তার বিমানে যান্ত্রিক সমস্যা ছিল। তাই, বোজম্যানে না গিয়ে তাকে বিলিংস-লোগান বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়। বিমানবন্দরের কর্মকর্তারা ব্যাপারটির বিস্তারিত বিবরণ দেননি। পরে ট্রাম্প একটি প্রাইভেট জেটে বোজম্যানের উদ্দেশ্যে যান বলেও জানান কর্মকর্তারা।

ট্রাম্প তার বিমানের জরুরি অবতরণের কোন কারণ ব্যাখ্যা না দিয়ে জানান, আমি এ মাত্র একটি সুন্দর জায়গায় অবতরণ করেছি, মন্টানা। খুব সুন্দর ভ্রমন ছিল এটি। একটু নিচে তাকালে এর আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়।’

এ দিকে, সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, বিমানের যান্ত্রিক সমস্যাটি কোন নিরাপত্তা ইস্যুর সাথে সম্পর্কিত না। ট্রাম্পকে বিমানে চড়ার অনুমতি দেয়ার পূর্বে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয় বলেও জানায় এনবিসি।

গেল ১৩ জুলাই পেনসিলভানিয়ায় হত্যাচেষ্টার পর বোজম্যানের সমাবেশটি ছিল আউটডোরে ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ।

এর পূর্বে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করার সময় হত্যাচেষ্টার শিকার হন ট্রাম্প। তাকে গুলি করে একজন বন্দুকধারী। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুলিতে তার কান ফুটো হয়ে যায়। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয় হামলাকারী।

সিএন/আলী

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন