রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মশা থেকে নিস্তার মিলবে যেভাবে

শুক্রবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৩

প্রিন্ট করুন

সবকিছু থেকে রেহাই পেলেও মশা থেকে যেন কিছুতেই রেহাই মেলে না। যতই কয়েল বা ওষুধ ব্যবহার করা হোক, মশা দূর হয় না কিছুতেই। তবে এই প্রাণীরও কিছু ‘দুর্বলতা’ রয়েছে। সব গন্ধ কিন্তু এদের পছন্দ নয়।

অপছন্দের গন্ধ পেলে সেখানে আর যায় না মশা। আর অপছন্দের গন্ধ তৈরির উপাদানগুলো একেবারেই ঘরোয়া। উপাদানগুলো একবার ব্যবহার করা শুরু করলে মাথা থেকে বড়সড় চিন্তা দূর হবে।

নিমপাতার গন্ধ: নিমপাতাকে এক কথায় মশার যম বলা হয়। নিম থেকে তৈরি তেল মশা তাড়ানোর কাজে ব্যবহার করতে পারেন। এতে সহজেই মশা দূর হবে ঘর থেকে।

তুলসী পাতা: বাড়িরই আরেকটি পরিচিত গাছ হল তুলসী গাছ। এই পাতার গন্ধও মশাকে দূরে রাখতে সাহায্য করে। পাতার নির্যাস থেকে তৈরি তেল রোজ ব্যবহার করুন। মশার নামগন্ধও ঘরে থাকবে না।

রসুন: রসুনের কড়া গন্ধ সহ্য করতে পারে না মশা। যারা বেশি রসুন খায়, তাদের রক্তও খেতে পারে না মশা। তাই এই প্রাণীটিকে তাড়াতে রসুনেই ভরসা রাখতে পারেন।

পুদিনা পাতা: পুদিনা পাতার গন্ধও মশার বড় অপছন্দের। এই পাতা থেকে তৈরি তেল রোজ ব্যবহার করুন। দেখবেন ধারে কাছে ঘেঁষছে না মশা।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন