মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

শিরোনাম

মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫

প্রিন্ট করুন

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এসময় তারা রাস্তায় বাঁশ ফেলে হ্যান্ডমাইকে ঘোষণা দেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এদিকে দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।

অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাইনুদ্দিন জানান, অনশনরতদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি এবং অন্যদের এখানে স্যালাইন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজার কারণে কর্মসূচিতে দেরিতে শুরু হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখব। আরও শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগ দিলে আমরা মহাখালী মোড়ে যাব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন