চলমান ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতে কটূক্তি করার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে এ কথা জানিয়েছেন দেশটিে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।
তিনি বলেন, এ বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। বিজেপির দু’জন কর্মকর্তা যে আপত্তিকর মন্তব্য করেছেন তার নিন্দা জানাই আমরা।
তিনি আরো বলেন, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি নিয়মিতভাবে তুলে ধরে মার্কিন সরকার। আমরা নিয়মিতভাবে ভারত সরকারের সিনিয়র পর্যায়ের সঙ্গে মানবাধিকারের উদ্বেগের বিষয়ে যোগাযোগ রাখছি। এর মধ্যে আছে ধর্মীয় ও বিশ্বাসগত স্বীধীনতা। মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ভারত সরকারকে আমরা উৎসাহিত করি।
উল্লেখ্য, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির জাতীয় পর্যায়ের মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল।
এ নিয়ে আরব বিশ্বে তীব্র ক্ষোভ দেখা দেয়ায় নূপুর শর্মাকে তার পদ থেকে সাময়িক এবং নবীন জিন্দালকে বরখাস্ত করে বিজেপি। তাতেও ক্ষোভ প্রশমিত হচ্ছে না। এ জন্য ভারত সরকারকে প্রকাশ্যে মাফ চাওয়ার দাবি করা হচ্ছে মুসলিমদের পক্ষ থেকে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন