বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

শিরোনাম

মাইকেল শিরোনামে নির্মিত হবে মাইকেল জ্যাকসনের বায়োপিক

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

বিনোদন প্রতিবেদক: ৫০ বছরের জীবনে খ্যাতির শিখরে পৌঁছেছেন, জড়িয়েছেন শিশু নির্যাতনের মত গুরুতর বিতর্কেও। সর্বকালের সেরা তারকাদের একজন তিনি। এমন বর্ণিল জীবন যে এত দিন সিনেমার পর্দায় আসেনি, সেটাই আশ্চর্য! অপেক্ষা ফুরাচ্ছে, অবশেষে আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক।

এবার মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউডের আলোচিত প্রযোজক গ্র্যাহাম কিং। যিনি আগে প্রয়াত গায়ক ফ্রেডি মার্কারির বায়োপিক ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ বানিয়েছিলেন। তারও আগে হাওয়ার্ড হিউজের বায়োপিক ‘দ্য অ্যাভিয়েটর’ এর প্রযোজক ছিলেন তিনি। ‘মাইকেল’ সহ প্রযোজনা করবেন মাইকেল জ্যাকসন এস্টেটের পক্ষে জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন। দীর্ঘ সময় ধরে প্রস্তুতির পর সিনেমাটির পরিকল্পনা চূড়ান্ত করেছেন এ প্রযোজক।

বায়োপিকের নাম দেয়া হচ্ছে ‘মাইকেল’। গত ৭ ফেব্রুয়ারি এমন ঘোষণা দিয়েছে লায়নসগেট মোশন পিকচার। এ বায়োপিকের চিত্রনাট্য করছেন তিন বার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। তবে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। এর আগেও গ্র্যাহামের সঙ্গে কাজ করেছেন জন।

‘দ্য ডিপার্টেড’ জন্য অস্কার জয়ী গ্র্যাহাম অনেক আগেই মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার সাথে জ্যাকসন পরিবারের যোগাযোগও রয়েছে। পপ সম্রাটের একাধিক কনসার্টে উপস্থিত ছিলেন তিনি।

মাইকেল জ্যাকসনের সিনেমাটি হচ্ছে, ইতিমধ্যে এমন বিবৃতিও জারি করেছে। এর সহ-প্রযোজনায় থাকছে মাইকেলের পরিবার। ছবিটি বিশ্বব্যাপী পরিবেশনার স্বত্ত্ব পেয়েছে লায়নসগেট মোশন পিকচার। কম্পানিটির সভাপতি জো ড্রেক বলেন, ‘আমাদের কম্পানি এ ঐতিহাসিক ছবির সাথে যুক্ত থাকছে, এটা ভেবে আমি ভীষণ উত্তেজিত, গ্রাহামের সঙ্গে কাজ করা নিয়েও রোমাঞ্চিত, আগে বায়োপিক করার যার দুর্দান্ত অভিজ্ঞতা ও সাফল্য আছে। তার সাথে যখন জন যুক্ত হয়েছেন, তখন ব্যাপারটা আরো অসাধারণ হয়ে ওঠে।’

তবে পরিচালক বা অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

গ্রাহাম কিং এক বিবৃতিতে বলেন, ‘১৯৮১ সালে আমি প্রথম জ্যাকসন পরিবারের সাথে পরিচিত হই। তাদের উত্তরাধিকার পর্দায় আনার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। তার ভিক্টরি ট্যুরের কনসার্ট দেখার সময় ভাবিনি ৩৮ বছর পর তার বায়োপিকের অংশ হওয়ার সুযোগ পাব।’

সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী সংগীত তারকাদের মধ্যে অন্যতম মাইকেল জ্যাকসন। বিশ্বজুড়ে ৪০ কোটি অ্যালবাম বিক্রি হয়েছে তার। বিলবোর্ড চার্টে রয়েছে একাধিক রেকর্ড ও পেয়েছেন অসংখ্য পুরস্কার। এ তারকা ৫১ বছর বয়সে ২০০৯ সালে মারা যান।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন