শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

মার্কিন ড্রোন হামলায় সিরিয়ার আইএস প্রধান নিহত

বুধবার, জুলাই ১৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুলাই) ওই হামলা হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এ কথা জানানো হয়েছে।

পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন জানিয়েছেন, নিহত ওই আইএস নেতার নাম মাহের আল–আগাল। সিরিয়ার জিন্দাইরিস এলাকার কাছে মোটরসাইকেলে যাওয়ার সময় ড্রোন হামলায় মঙ্গলবার তিনি নিহত হন।

ড্রোন হামলায় মাহের আল–আগালের শীর্ষস্থানীয় উপদেষ্টাদের একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছেন ডেভ ইস্টবার্ন।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ড্রোন হামলায় মাহের আল–আগালের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

এদিকে সিরিয়ান সিভিল ডিফেন্স ফোর্স জানিয়েছে, আলেপ্পোর অদূরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। তবে হামলায় কারা হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, পাঁচ মাস আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আতমে শহরে একটি অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই অভিযানে আইএসের প্রধান আবু ইব্রাহীম আল–কুরায়শি নিহত হয়েছিলেন। তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আবু ইব্রাহিম আল–কুরায়শির মৃত্যু বিশ্বের জন্য একটি বড় সন্ত্রাসী হুমকি দূর করেছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন