রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বৈঠক

বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে একান্তে পৃথকভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও উপদেষ্টা। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসার একদিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বুধবার (০৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান পিটার হাস। সেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক করেন। পরে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সঙ্গে। দ্বিতীয় বৈঠকটি বেলা ১১টা ৪২ থেকে ১২টা ২৮ মিনিট পর্যন্ত।

চলমান রাজনৈতিক এবং কূটনৈতিক ডামাডোলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করা গেলেও সেখানে কী কী বিষয় আলোচিত হয়েছে, জানা যায়নি। এ নিয়ে উভয় পক্ষই নীরবতা অবলম্বন করছে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন