সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

মালয়েশিয়ায় ৮ মাসে ৫১ বাংলাদেশিসহ ২৯৬ অভিবাসী আটক

সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪

প্রিন্ট করুন
322695 malaysia 1
322695 malaysia 1

সিএন প্রতিবেদন: অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে চলতি বছরের ৮ মাসে ২৯৬ অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) টেংগারা ব্রিগেড। এদের মধ্যে ৫১ বাংলাদেশি রয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার টেংগারা ব্রিগেডের কমান্ডার নিক রোজ আজহান নিক আব হামিদ এক বিবৃতিতে এই তথ্য জানান।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত অপ টারিং ওয়াওয়সান নামে কেলান্তান রাজ্যের কোটাভারু সীমান্তে পরিচালিত অভিযানে (৮ মাসে) ৫১ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৯৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে, মিয়ানমারের ২০১, বাংলাদেশের ৫১, থাইল্যান্ডের ২৪, ভারতের ৮, রোহিঙ্গা ৫, ইন্দোনেশিয়ার ৪ এবং পাকিস্তানের ৩ জন নাগরিক রয়েছেন।

টেংগারা ব্রিগেডের কমান্ডার নিক রোজ আজহান নিক আব হামিদ বলেন, গ্রেফতারদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং বাকিরা নারী। যাদের বয়স ১৭ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে সুঙ্গাই গোলক বরাবর একটি অবৈধ প্রবেশ পথ দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার পর আটক করা হয়।

নিক রোজ আজহান বলেন, একই সময়কালে আমরা দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও ভ্রমণ পরিচালনার জন্য সন্দেহভাজন ২১ পাচারকারিকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জন স্থানীয়, তিনজন মিয়ানমারের এবং একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

সিএন/এমটি

Views: 5

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন