চলমান নিউইয়র্ক ডেস্ক: দীর্ঘ সময় পর ফের বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। জেমি ফক্সের সাথে ‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এর আগে হলিউডের এ তারকা ২০১৪ সালে ফক্সের ‘অ্যানি’ মুভিতে অভিনয় করেন।
২০১৮ সালে হলিউড থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছিলেন ডিয়াজ। অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে ডিয়াজ ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। এখনো চলচ্চিত্রটির মুক্তির তারিখ নির্ধারণ না করলেও এ বছরই কাজ শুরু হতে পারে বলে টুইটারে জানিয়েছে ফক্স।
সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে ততটা সক্রিয় না থাকলেও একটি অরগানিক ওয়াইন লেবেল চালু করা নিয়ে ব্যস্ত ছিলেন ক্যামেরন ডিয়াজ। ক্যামেরন অভিনীত নতুন চলচ্চিত্র প্রযোজনা করছে নেটফ্লিক্স।
ডিয়াজ বলেছিলেন, মা হয়ে তিনি ১৬ ঘণ্টা শুটিং সেটে থাকার কথা কল্পনাও করতে পারেন না।’
সাত বছর আগে গায়ক বেঞ্জি ম্যাডেনকে বিয়ে করেন ক্যামেরন ডিয়াজ। ২০২০ সালে সন্তানের মা হন তিনি।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন