শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

মিশিগানে কাব্য জলসায় কবিতার উৎসব

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র উদ্যোগে কাব্য জলসা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয় হলব্রুক অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এই সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি ও মুখপাত্র হারান কান্তি সেন।

আসরে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মুশাররফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. সৈয়দ মুতাকাব্বির।

লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র উপদেষ্টা ও গীতিকার ইশতিয়াক রূপু, বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আব্দুর রউফ, কবি সুবিমল সেনাপতি, কবি নারায়ণ গুপ্ত, সফিক রহমান, সঞ্জয় দেব, আবুল কালাম আজাদ ও মাহমুদুল হক লিটু।

অনুষ্ঠানে নবাগত সৈয়দ মুশাররফ আলী ও অধ্যাপক ড. সৈয়দ মুতাকাব্বিরকে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

সাহিত্য আসরে সদ্য প্রয়াত বরেণ্য সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে অতিথিদের আপ্যায়ন করেন কবি দম্পতি সঞ্জয় দেব ও শর্মিলা দেব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন