শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

মিশিগানে বাংলাদেশ কনস্যুলেট অফিস স্থাপনের দাবি প্রবাসীদের

বুধবার, জুলাই ৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: উত্তরাঞ্চলের অঙ্গরাজ্য মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন ও বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের সাথে মত বিনিময় সভা করেছে আমেরিকায় বাংলাদেশ দূতাবাস। শনিবার (২ জুলাই) বিকালে মিশিগানের বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিক শহরের গেইট অব কলম্বাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আমেরিকার বাংলাদেশ দূতাবাসের দিকনিদের্শনায় মিশিগান মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন আমেরিকার বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন আমেরিকার সোনালী এক্সচেঞ্জের সিও দেবাশ্রী মিত্র। সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন ও সঞ্চালনা করেন মিশিগান মহানগর আওয়াম লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব।

মিশিগান বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সায়েদুল হক, মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান, সেক্রেটারি আবু আহমদ মুছা, মিশিগান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের সভাপতি মঈন দীপু, বঙ্গবন্ধু পরিষদের রাব্বি আলম, আব্দুল আহাদ, মিশিগান মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, মোহাম্মদ সোলেমান খান সভায় বক্তব্য দেন।

সভায় প্রবাসী বক্তারা বলেন, ‘মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস না থাকায় এখানকার প্রবাসীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মিশিগানের লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীদের এখন একটাই চাওয়া মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন।’

মিশিগানবাসীর প্রাণের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানান তারা।

পরে মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনে আমেরিকার বাংলাদেশ দূতাবাস বরাবর লিখিত দরখাস্ত দেন তারা। দূতাবাসের ইকোনমিক মিনিস্টারের হাতে দরখাস্ত তুলে দেয়া হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন