নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অন্তত পাঁচজন। এছাড়া ঘটনার ঘন্টা খানেক পর আত্মগাতী হামলায় নিহত হয়েছেন বন্দুকধারীও।
স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসের বার্কি হলের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে সন্দেহ করছে।
মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের উপ-প্রধান ক্রিস রোজম্যান জানান, ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি স্থান হলো, বার্কি হল নামে পরিচিত একটি একাডেমিক ভবনের কাছে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রের কাছে।
গোলাগুলির ঘটনার তিন ঘণ্টা পর স্থানীয় একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ক্রিস রোজম্যান আরও জানান, স্থানীয় সময় সোমবার রাত ৮টার কিছু পর গুলি কার শুরু করে সন্দেভাজন ব্যক্তি। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। রোজম্যান জানান, দুই ঘটনাস্থল থেকেই আহতদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোজম্যান গোলাগুলির ঘটনায় ৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তার বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মিশিগান স্টেট ইউনিভার্সিটি পুলিশ জানায়, গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে আংশিক শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই ব্যক্তি খর্বাকৃতির, মুখোশ পরা এবং সে পায়ে হেঁটেই ক্যাম্পাসে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এদিকে আরেক বিবৃতিতে পুলিশ জানায় , এক ঘন্টা দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশের মুখোমুখি হয়ে হামলাকারী লেক ল্যান্সিং এবং লার্চ সড়কের কাছে নিজেকে গুলি করে হত্যা করেন। সন্দেহভাজন ব্যক্তি ৪৩ বছর বয়সী। তার স্কুলের সাথে কোনও সম্পর্ক নেই।
প্রসঙ্গত, মিশিগান স্টেট ইউনিভার্সিটি এ অঙ্গরাজ্যের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এতে প্রায় ৫০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছে।
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন