সিএন প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সেলিম।
গেল ০৯ অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নির্বাহী কমিটির গত ১০ আগস্ট অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদ সেলিমকে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য পদে অন্তর্ভুক্ত করা হল। তার সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন এবং জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকান্ডকে গতিশীল করবে বলে সংগঠনের শীর্ষ দুই নেতা বিশ্বাস করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন