শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

মুনা দাওয়াহ বিভাগের অনুষ্ঠানে বক্তারা- বিশ্ব মানবতা আজ ভুলন্ঠিত

মঙ্গলবার, মে ১৪, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ বলেছেন, ফিলিস্তিনিদের উপর পাশবিক ও নিষ্ঠুর হত্যাকান্ড দেখে মনে হচ্ছে বিশ্ব মানবতা আজ ভুলন্ঠিত। তাই বিশ্ব বিবেককে ফিরিয়ে আনতে হলে ইসলামের সার্বজনীন সৌন্দর্য্য ও দ্বীনের দাওয়াতকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

শনিবার (০৪ মে) বাদ আসর ব্রুকলিনের বায়তুল মা’মুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) “ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি পক্ষ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনটির দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মুনা নিউইয়র্ক নর্থ ও সাউথ জোনের সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল দাওয়াহ ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও মুনা নিউইয়র্ক সাউথ জোনের সেক্রেটারী ইমদাদ উল্লাহর সঞ্চালনায় শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন ফখরুল ইসলাম ফায়সাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ ও মুনা ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমাদ আবু উবায়দা।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুনার সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ ও শূরা সদস্য মোশাররাফুল মাওলা সুজন।আরো বক্তব্য রাখেন সাউথ জোন প্রেসিডেন্ট শাফায়াত হোসেন ও মুনা নর্থ জোন প্রেসিডেন্ট রাশেদুজ্জামান।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন বলেন, মুনা দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের দাওয়াতী এই কার্যক্রমে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল এবং দায়িত্বশীলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাগত দাওয়াতী পক্ষ পালনে মুনা কর্মীদের আরো সচেষ্ট হতে হবে। বিশেষ করে কুরআন পড়া, বুঝা, মানা ও কুরআনের আলোকে জীবন গড়া।

তিনি আরও বলেন, রাসূল (সাঃ) এর সুমহান আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলা। অমুসলিম ভাই-বোনদের কাছে ইসলামের সৌন্দর্য্য সঠিকভাবে তুলে ধরা আর ভবিষ্যত প্রজন্মকে ইসলামের জ্ঞানে আলোকিত করাসহ মুনা পক্ষ ২০২৪ এর সাতটি আহবান বাংলাদেশী কমিউনিটির প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন