শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

মেরিল্যান্ডে ‘ব্রুকলিন ডে’ উদযাপনের পার্টিতে এলোপাতাড়ি গুলি, দুইজনের মৃত্যু

রবিবার, জুলাই ২, ২০২৩

প্রিন্ট করুন

বাল্টিমোর, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি স্ট্রিট পার্টিতে গুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। শনিবার (১ জুলাই) রাতে বাল্টিমোর শহরের গ্রেটনা অ্যাভিনিউর ৮০০ ব্লকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওই শহরে ‘ব্রুকলিন ডে’ উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের দাবি, ২০ থেকে ৩০ রাউন্ড গুলি চলেছিল তখন। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে দ্রুত পৌঁছায় আইনশৃঙ্খলাবাহিনী। পরে, আহতদের হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, ওই পার্টিতে শতাধিক মানুষ ছিল। গুলি বর্ষণের সময় লোকজন আতঙ্কিত হয়ে দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। হামলার পরপরই পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় ও স্থাপনার সামনে টহল দিচ্ছে পুলিশ।

বাল্টিমোর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লি জানান, রাত সাড়ে ১২টার দিকে একাধিক কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একজন নারীকের মৃত ও বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে, হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আরো একজনকে মৃত ঘোষণা করে।

এ দিকে, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নি। তবে, বন্দুকধারীকে ধরতে চিরুনি অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। হামলার কারণ এখনো জানা যায়নি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন