রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

মোশাররফ করিমের গোয়েন্দা হয়ে ওঠার গল্প ‘মির্জা’

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

প্রিন্ট করুন

গোয়েন্দা গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘মির্জা’ বানাচ্ছেন সুমন আনোয়ার। ছবিটিতে অভিনয় করেছে মোশাররফ করিম। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে ফিল্মটির শুটিং।বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।

মির্জার গল্প নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘এক ব্যক্তির গোয়েন্দা হয়ে ওঠার গল্প মির্জা। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়েই এর প্রথম কিস্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে এটি। প্রতি পর্বে দেখা যাবে ভিন্ন গল্প। প্রথম পর্বের নাম ক্লাব টোয়েন্টি নাইন। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো।’

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’

মির্জাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। সিনেমাটি নিয়ে তিনিও খুব আশাবাদী। শুটিং ইউনিটের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য আশীর্বাদের মতো। এ ছাড়া নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করা বড় একটি সুযোগ। মির্জার সঙ্গে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। মির্জা রিলিজের অপেক্ষায়।’

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন