শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের যাত্রা শুরু

সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

প্রিন্ট করুন

মিশিগান, যুক্তরাষ্ট্র: সেবামূলক কাজকর্ম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হয়েছে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র নামের সংগঠনের। এ উপলক্ষে গেল ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে মিশিগানে বসবারত মৌলভীবাজারবাসীর মত বিনিময় সভা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আব্দুল মছব্বির। সভায় উপস্থিত সকলের মতামত সাপেক্ষে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের কমিটি গঠন করা হয়।

কমিটিতে সৈয়দ জহির হাসানকে সভাপতি, তারেক জামানকে সাধারণ সম্পাদক, হাসান আহমেদ তারেককে সাংগঠনিক সম্পাদক ও মাসুম আহমেদকে ট্রেজারার করা হয়। এছাড়াও, ২৭ জন সদস্য নিয়ে কার্যকরী কমিটির সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন আব্দুল মছব্বির, ফয়জুর খোকন, সৈয়দ লুৎফুর রহমান, আফরোজ ফাহমীর, হাবীব চৌধুরী রুবেল, মুজিবুর রহমান ছমছু, আব্দুল মোহিত চৌধুরী।  

লুৎফর রহমানের পরিচালনায় সভায় সৈয়দ জহির হাসান, সৈয়দ মতিউর রহমান শিমু, তারেক জামান, শাহীন আহমেদ, রাধাপদ দেব সজল উপস্থিত ছিলেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন